আচার

আচার ? নাকি ব্লু–ফিল্ম ?
**********************

হাতের নাগালে, আম কুল তেঁতুলের আচার পেলে, আঙুল চেটে চুষেই টক মিষ্টি নোনতা ঝালের মিশ্রিত আনন্দ পাই । ঝর্ণায়, পাথুরে শ্যাওলায় পা পিছলে গেলে, দাঁতের পাটি দেখিয়ে, হাতে তালি দিয়েই বিশুদ্ধ চার অক্ষরের মজা নিতে চাই । কখনো কখনো আবার, আনন্দ আর মজার তফাৎ বুঝিনা । তবে কখনোই ব্লু–ফিল্ম আর আচারের প্রভেদ করি না । দুটোতেই কমবেশি উত্তেজনা জেগে ওঠে মগজে, শিহরণ তোলে দশকোটি নিউরোনের ডগায় । তখন শুধুমাত্র অঙ্গের অনুভূতিই একমাত্র তফাৎ হয়ে দাঁড়ায় ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি