আত্ম দীপ
আত্মদীপো ভবো © রাজেন্দ্র
কখনো গরম কফি, কখনো বা পপকর্ন; কখনো বা
মুঠোফোনে ক্লান্ত চোখ, কল্পলোকের মায়াবী ইউনিকর্ন । কখনো দু'চোখ জুড়ে কল্পনায়, মায়ের কোমল কুমকুম, কখনো বা জলের আঁচলে মাথা পেতে, স্বপ্নের আধো সবুজ জলপাই ঘুম ।
এইভাবেই ভাবনারা একতরফা যন্ত্রণায়, একে একে ইনহেলার টেনে বারবার উঠে দাঁড়ায়, প্রাত্যহিক জীবনের কাঠগড়ায় । শব্দেরা উপেক্ষার ভীড় ঠেলে, ফুসফুসের খাঁজে ডানা মেলে, শব্দ আর ভাবনা আঙুলে আঙুল ছুঁয়ে, নিকোটিনের ধোঁয়ার ঘোরে, টলোমলো পা ফেলে ।
এইভাবেই প্রতিদিন, না জানি কতবার কত রকম ভাবে, আমারই অজান্তে আমারই মন, আমাকেই ডেকে চলে নিরন্তর, বুদ্ধত্ব প্রাপ্তির অপার ও অনন্ত বাসনায় ।
Comments