গুচ্ছ
গুচ্ছ ভাবনা
১
রাস্তার উপর
থ্যাঁতলানো দেহটা
পড়ে ছিল রক্তমাখা
ভালোবেসে
তোলেনি কেউ
গোহাট বাজারে
মাংস কেনার লাইন
উপচে পড়েছে
উৎসাহী লোভী ঢেউ
২
একটা অন্ধকার ঢাকতে
নির্মাণ করি
আরো অসংখ্য অন্ধকার
৩
গর্ভে জন্ম
গর্ভে বাস
গর্ভপাতে
সর্বনাশ
৪
ভাঙবে হৃদয়
পুড়বে খাট
ভালোবাসার
একশো আট
© রাজেন্দ্র
Comments