নীরবতার নির্মাণে
নীরবতার নির্মাণে © রাজেন্দ্র
শুধু একটু অবিচ্ছিন্ন নীরবতার আশায়, মন কখনো পাথরের সিঁড়ি ছুঁয়ে, লাল হলুদ পাতাবাহার পথে, নদীর ধারে চায়ের বাগিচায়, কখনো পাহাড় কোলে কমলা বাগানে, মেঘ ঝিরঝির বৃষ্টি ভেজা ডানা মেলে, কুয়াশা মেখে ভেসে যেতে চায় । কিন্তু, না চাইলেও ভেসে আসতেই থাকে শব্দেরা একে একে পাহাড়ি বাঁকে, কখনো পাহাড়ি ঝর্ণায়, কখনো অজানা পাখির ছানার অস্পষ্ট ডানার ঝাপটে, মায়ের পোকা ধরবার একান্ত কামনায় আর মেঘ ভাঙা বৃষ্টির জলকণা সশব্দে আছড়ে পড়ে পাথরে, গাছের ডালে, পাতায় শিরায় উপশিরায়, ঘাসের গোড়ায়, বিন্দু বিন্দু শিশির কণায় । চোখের পাতারা তাই ভারী হয়ে এলেও, শরীর ঘুমের দেশে যেতে চাইলেও, শব্দেরা বারবার ধরা পড়তেই থাকে অনুভবের ছায়ায় ।
Comments