চকলেট
ছোটবেলায় মায়ের কাছে চকলেট চাইলে ..
ঘরে ফিরে আসা বাবার
খালি হাত দেখলে ..
আমার একবুক শুকনো কান্না পেলে ..
বাবা আমাকে পাল্টা জড়িয়ে ধরলে ..
চোখের কোণের গরম জলবিন্দু কাঁধে জমাট বাঁধলে ..
বাবার চোখের জলে ভিজে
আমার কান্না থামলেও,
পরে বুঝেছিলাম,
সাধ হলেও,
আমার বাবার যখন তখন
চকলেট দেওয়ার মতো
অবস্থা কখনোই ছিলো না
® রাজেন্দ্র
Comments