জিরো বাউন্ডারি Sample ঠিক না ভুল

জিরো বাউন্ডারি - আফজাল আলি
       -   -   -  -   -   - -  -  -

আমার প্রেমিকা আমেরিকায়  থাকলে
আমি কি স্কটল্যাণ্ডে এ ঘুমাতে পারি

      সৌদি আরবে এখন রাত
গুহা থেকে সিংহ বেরিয়েছে একা
       সোমালিয়ায় পৃষ্ট হচ্ছে কারা

কালকেই বলিভিয়া যাবো
মারাদোনা মারাদোনা ,  আর্জিণ্টিনায় কি নিষিদ্ধ হয়েছো মারিজুয়ানা

তবে নিঃসঙ্গ আমার স্বপ্নের ধ্বনি কেন যায় বকুল কুড়োতে বাংলায়

হৃদয় লিখছি এসো ,
লেবাননে তুমিও তো ছিলে কাল
তাঁবু খাটিয়ে আর পাহারা দিতে হবে না
তুরস্কের  গিনিপিগ খাদ্য খুঁজতে গেছে , ওখানে সকাল

ও মেঘ , বড়ো নড়াচড়া  করো সিরিয়ায়
মন দিয়ে দিয়ে কুলাঙ্গার হয়েছে অস্ট্রেলিয়ার পাখি
রাত জেগে নাকি অমানুষ হবে ব্রাজিলের যুবতী

বাহ রে এত কিছু বলার ছিল ?

বৃথাই খুঁজেছি হিরে জহরত , ইরানের আশরফি
চিলির গমের দানা , তার রং নাকি কাঁচাসোনা

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি