সীমানারা বদলে গেছে
সীমানারা অনেকটা বদলে গেছে
উদ্বাস্তু ভালোবাসা এসে
ঘুরে ফিরে গেছে
মাদলের ঘোরে দলে দলে
চাকার ফাঁকে আটকে থাকা পলাশের ভ্রূণ
আর ঝরে পড়া কদম পিষে গেছে
মিশে গেছে জমাট অন্ধকার পিচে
ফুলদানীর জল ছাড়া
কাঁটা ভাঙা গোলাপেরা
এখনো বিরহের কথা বলে
@ রাজেন্দ্র / ২৭ জুলাই, ২০১৭
Comments