সময় ছিটকে গেছে ABP

সময় ছিটকে গেছে - রাজেন্দ্র
-----------------------
পায়ে পায়ে ছিটকে গেছে সময়

দূর থেকে ভেসে আসছে
দলবদ্ধ পিশাচের অগণিত কলরব

তাদের বুকে ঝোলানো প্ল্যাকার্ডে
ফুটে উঠছে নাটকীয় সংলাপ

ওদের হাতে চোখে মুখে
বারুদ পোড়া গন্ধ

বৃষ্টির ফোঁটায়
বুলেটের দাগ মুছে গেলেও

রাতভর জাগা মোমবাতির পাশে
স্মৃতির মন্থনে ভোর উঠে আসে

- রাজেন্দ্র / ২৭ জুলাই, ২০১৭

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি