রুই কাতলা পোনারা ABP
লস্যির উপর ঘন জমাট বাঁধা সরে
কোথাও কোথাও জমে আছে ফেনা
লঙ্ শটে উড়ে যাচ্ছে ভাঙাচোরা মেঘ
কুকুরটা শর্টকাটে যাওয়ার অছিলায়
বারবার পা পিছলায়
ভেজা পাঁচিলের শ্যাওলায়
মুখ ঢাকা আকাশ
কেঁদেই চলেছে একটানা
কাল রাত থেকে
ভালো আছে
ইলিশ রুই কাতলা পোনারা
নির্ভয়ে ডিম ছেড়ে
সাঁতার কাটছে ওরা
উঠে পড়ছে কখনো
এ ওর ঘাড়ে কিংবা
পুকুর ছেড়ে রাস্তায়
কখন কে আটকা পড়ে জালে
কালিয়া আর ভাপা সাজে
এর তার থালায়
@ রাজেন্দ্র / ২৪ জুলাই, ২০১৭
Comments