পাঁচদুয়ারী বেনারসী
পাঁচদুয়ারী বেনারসী ছায়ার ফাঁকে
নিজেকে ঢেকে রেখেও হেলে পড়েছি
পশ্চিমের বাজে ঝলসানো কবাটে
ছায়া গুলো সূর্যের আসা যাওয়ার পথে
ছোট বড়ো রোগা মোটা হয়
কখনো বা অন্ধকারে মিলে যায় তারা
সমান্তরাল সীমানায়
কাল কিন্তু ছায়ারা আর উঠবে না
শুনছি বিকেল থেকে গ্রহণ লেগেছে
অস্তাচলের বাঁকে
এবার নৌকা নিয়ে চলো
কোথাও একটা ভেসে পড়া যাক
@ রাজেন্দ্র / ২৩ জুলাই, ২০১৭
Comments