পাখি আর কাঁধের ব্যথা ABP
আমার না আছে নিজের পোষা কোনও পাখি
না আছে অন্যের থেকে ধার করা কিছু
তবে কাঁধের জমাট ব্যথাটা কিন্তু
অবশ্যই নিজের একান্ত ব্যক্তিগত
চানাচুর আর ডালমুটে এর উপশম
আছে কিনা দেখা হয়নি চেখে
একটা পাখি রোজ এসে বসে
চানঘরের জানলার পাশে
ভাবছি এবার ওকে
একটা ভালো সাবান কিনে দেব
দেখা যাক না
ও ফর্সা হয় কিনা
দেখুক না কটা দিন চানের আগে মেখে
@ রাজেন্দ্র / ২৪ জুলাই, ২০১৭
Comments