খিচুড়ি আর তেলেভাজা ABP

বাদল ভরা মেঘলা দিনে
টাপুর টুপুর সুর তুলে
যদি রাতদিন বৃষ্টি পড়ে

মন চায় তখন খিচুড়ি খাই
আর তার সাথে ডিমভাজা

এখন ডিমটা দেশী খাব নাকি পোলট্রি
এই হিসেব কষতে কষতে
রান্না করতে গিয়ে দেখি
ভিজে ফুলে ওঠা কাঠের জানলাটা
বড়ো হয়ে ছিটকিনি আটকে গেছে

মুগ ডালে খিচুড়ি ভালো হয়
নাকি কলাই এর ডালে
এ নিয়ে বিতর্কে যাবো না

রান্নার কড়াই ছোট হলে ভালো
নাকি বড়ো হলে
এ নিয়েও মতামত দেবো না

খিচুড়ির চাল আতপ হবে
নাকি সেদ্ধ
রসুন পেঁয়াজ আদা পড়বে
কি পড়বে না
এই বিতর্ক টাও এখন
ধূলো ভরা তাকে তোলা থাক

কলাই আর মুগ
আনতে হয় ভূতনীর চর ভেঙে
তা এখন এক মানুষ জলে ডুবে
আর দোকানগুলো হাঁটু জলে

দোকানীর পোষা আরশোলারা
সব উড়ে পালাতে ব্যস্ত

টিকটিকিরাও ঘন ঘন বদলাচ্ছে ঠিকানা

আমার তো নিজের ঠিকানা বলতে
একটা যৎসামান্য ভাড়া বাড়ি
তাও ঘরের সামনে পিছনে
ঘোলা জল টলমল

বারমুডা পরে অফিস যাচ্ছি রোজ
ব্যাগে এক সেট প্যান্ট প্লাস্টিকে মুড়ে
নাকে চোখে রোজকার ছলছল

খিচুড়ি পাঁপড় ভাজার কাল্পনিক গন্ধে
মন একেবারে গরম মুচমুচে বেগুনী

বেগুনী বানানোর ব্যাসন কালোজিরে
প্যাকেটও কিনতে হবে আজ

তেলেভাজা ব্যাপারটা আমার ভারী প্রিয়

এবার একটা মজার কথা বলি

নেড়ি কুকুর ভোলু'টা গত এক বছরে
রোজ রোজ তেলেভাজা খেয়ে
আমার মামা হরিদাদুর মতো
গায়ের সব লোম ঝরিয়ে ফেলেছে

@ রাজেন্দ্র / ২৬ জুলাই, ২০১৭

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি