আস্ত গাধা ABP

সার্ভিস রুলের
কিলো পাঁচেক ওজনের
চৌকো বইখানা দেখে
মাথাটা বড্ডো ঘোরে

অ্যাত্তো নিয়ম মাথায় ভরে
রোবট ছাড়া আর কে পারে
গোটা দিন পাবলিক বগলদাবা করে
চাকরী টানতে

গাধারা ভার বইতে পারে বটে
কিন্তু নিয়ম নয়

আমরা কি কেউ আদৌ
মাথায় নিয়ম গুঁজে
কাজের ভার বইতে পারি

তবে একটা সহজ সরল উপলব্ধি
স্বীকার করি আজ

আমরাও সকলে আসলে
এক একটা আস্ত গাধা

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি