বানান জানি না ABP
বানান জানি না
ছন্দ বুঝি না
তাই কবিতা লিখি না
আমি আবার বানানে বড্ডো কাঁচা
ণ-ত্ব বিধি ষ-ত্ব বিধি কবেই ভুলে গেছি
শব্দকোষ পাশে নিয়েও হাঁটি না
বামনদেব বাবুকে এখনো
দূর থেকেই প্রণাম জানাই
কোনও একসময় ইস্কুলে
মুকুলবাবুর কানমলা খেলে
বানান আর ব্যাকরণ পড়তাম
বাকি সময় রবুদের সাথে
খাতায় কাটাকুটি খেলতাম
ছন্দ আর অন্ত্যেমিলেও
আমি এখনো বেশ নড়বড়ে
কবিতা লেখা হলো
নাকি হলো না
এই বোধটাও একেবারে গড়বড়ে
কবিতা লেখা
কারো কাছে হয়তো বা
জলে সাঁতার কাটার খেলা
চিৎ হোক বা ডুব
সবেতেই সমান দক্ষতা তাদের
আমি তো সাঁতারটাও
ভালো করে শিখিনি
ভালো করে বানান জানি না বলে
এখনো হাঁটুজলে কাকস্নান সারি
ডুবজলে সাঁতারের ঐশ্বর্য
আমার নেই আর
কোনো কালেই ছিলো না
তাই হাঁটুজলের ঘোলা কাদা মেখেই
আমার কাব্যিচর্চা চলছে
লেখারা তাই আর আমার
কবিতা হয়ে উঠলো না
@ রাজেন্দ্র ভট্টাচার্য্য / ২৯ জুলাই, ২০১৭
Comments