India in 2050
দৃশ্যপট -২০৩৫
---------------------
দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ মুসলমান। আজ কেন্দ্রর নির্বাচন-ফলাফল ঘোষিত হয়েছে BSP কে জোটসঙ্গী করে MIM সরকার গঠন করেছে। ওয়েসীকে প্রধানমন্ত্রী করা হয়েছে । ৬ মাস পূর্বে মোদীজি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছে । আজ ওয়েসীর নেতৃত্বে সরকার গঠনের সঙ্গে সঙ্গেই ভারতকে মুসলিম রাষ্ট্র ঘোষিত করা হয়েছে যা কিনা ওনাদের মুখ্য নির্বাচনী প্রতিশ্রুতি ছিল । দেশের বিভিন্ন অঞ্চলে মন্দির ভেঙ্গে সেখানে মসজিদ গড়ে তোলা হচ্ছে । অন্যদিকে চিন ও পাকিস্তান একযোগে ভারত আক্রমণ করেছে । সীমান্তে দেশের জওয়ানরা শহীদ হচ্ছে আর দেশের অভ্যন্তরে ভয়ংকর গৃহযুদ্ধ চলছে । আইন-শৃঙ্খলা মুসলিমদের হাতে, হিন্দুদের রাস্তায় রাস্তায় কচুকাটা করা হচ্ছে ( মৃত্যুর সম্মুখীন হিন্দুদের আজ মনে পরছে, কেন যে তারা ২০১৫ সালে ডালের দাম নিয়ে মোদদীকে গালমন্দ করেছিল ) । হিন্দু মেয়েদের উলংগ করে ৫০-৫০ জন নরপিশাচ প্রাণ থাকা অবধি ( এমনকি বহুক্ষেত্রে নিষ্প্রাণ হওয়ার পরও মৃতার সঙ্গেও ) গণধর্ষণ করছে । সে এক দানবীয় দৃশ্য । কান পাতুন ! শুনতে পাবেন তাদের মর্মান্তিক আর্তনাদ । ব্যাংক, বড় বড় শোরুম, বাজার--সব জায়গায় লুটতরাজ চলছে । বাড়ি-ঘর,বাংলোগুলি থেকে হিন্দুদের বের করে সেগুলির দখল নেওয়া হচ্ছে । ঝুপড়িবাসী মুসলিমরা বাংলোবাড়িগুলিতে ঢুকে সেগুলির দখল নিয়ে সেখানকার মেয়েদের রক্ষিতা করে রাখছে বা বাজারে নিলাম করছে । আজ অবধি যেসব হিন্দু "নেতারা" হিন্দুদের ধর্মনিরপেক্ষ করে রেখেছিল, তাদের মধ্যে অনেকেই কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছে এবং বাকিরা তাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে বিদেশে চলে গেছে । কিন্তু মিডিল ক্লাস ও গরিব হিন্দুরা এই নরপিশাচদের শিকার হচ্ছে । তাদের বউ-মেয়েদের রাস্তায় ফেলে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে আর ছেলেদের সঙ্গে সমকাম করে তাদের গেলেমান বানানো হচ্ছে । কেমন লাগছে ??? আতঙ্কে শিউরে উঠছেন না তো ??? ------------------------------- এই কথাগুলি কোন কপোল কল্পনা নয় ..........এই সবই ১৯৯০ সালে কাশ্মীরে হয়েছিল............ সেখানে এখনো টিকে থাকা ৩৫৪৫ জন কাশ্মীরী পণ্ডিতদের জিজ্ঞেস করে দেখতে পারেন যে ১৯/০১/১৯৯০-দিন তাদের মা-বোন-মেয়েদের সাথে কী হয়েছিল ??? তাদের বাড়ি-ঘর আজ কাদের দখলে ??? আর এই সবই হিন্দুদের সাথে১৯৭০-৭১ সালে ঘটেছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে ( আজকের বাংলাদেশে ) । অতএব মূর্খামি করবেন না !!! ------------------------------- ১)আমি ভূলিনি সেই কামপিপাসু আলাউদ্দিনকে,যার কামলোলুপতা থেকে সতীত্ব বাচাতে রানী পদ্মিনী সহ ১৪০০ নারী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল । ২)আমি ভূলিনি সেই নিষ্ঠুর ঔরঙ্গজেবকে যে ছত্রপতি মহারাজ শিবাজির সুপুত্র সাম্ভাজিকে ইসলাম গ্রহণে অসম্মত হওয়ায় অবর্ণনীয় নির্যাতন করে হত্যা করেছিল । ৩) আমি ভূলিনি সেই জেহাদী টিপু সুলতান কে , যে এক এক দিনে লক্ষ লক্ষ হিন্দুদের গণহত্যা করেছিল । ৪) আমি ভূলিনি সেই বিকৃতকাম শাজাহানকে যে এক ১৪ বছরের ব্রাহ্মণ বালিকাকে ধর্ষণ করেছিল । ৫) আমি ভূলিনি সেই বর্বর বাবরকে যে আমার প্রভু শ্রীরামের মন্দির ধ্বংস করেছিল আর লক্ষ লক্ষ হিন্দুদের গণহত্যা করেছিল । ৬) আমি ভূলিনি সেই শয়তান সিকন্দর লোদীকে যে নগরকোটের জ্বালামূখী মন্দিরের মা দুর্গার মূর্তি ভেঙে তার টুকরো টুকরো করে কসাইদের মধ্যে মাংস ওজন করার জন্য বিতরিত করেছিল । ৭) আমি ভূলিনি সেই ধূর্ত খ্ওয়াজা মোইনুদ্দিন চিস্তীকে যে ইসলাম গ্রহণে অস্বীকার করায় মহারাজ পৃথ্বীরাজ চৌহানের মহারানী সংযোগিতাকে উলংগ করে তুর্কি সৈনিকদের সম্মুখে নিক্ষেপ করেছিল । ৮) আমি ভূলিনি সেই নির্দয় ওয়াজিরখানকে, যে গুরু গোবিন্দ সিংহের দুই নির্দোষ শিশু -- ৭ বছরের ফতেহ সিংহ ও ৫ বছরের জোরাওর সিংহকে ইসলাম গ্রহণে অস্বীকার করায় জ্যান্ত অবস্থায় দেওয়ালে গে৺থে দিয়েছিল । ৯) আমি ভূলিনি সেই জেহাদী ওয়াজির খানকে যে বান্দা বৈরাগীর গাত্রচর্ম উত্তপ্ত লৌহ শলাকা দিয়ে পুড়িয়েছিল, যতক্ষণ পর্যন্ত না তার চর্ম পুড়ে অস্থি উন্মোচিত হয়েছিল । কিন্তু এতদ্সত্ত্বেও বান্দা বৈরাগী ইসলাম গ্রহণ করেননি, প্রাণ দিয়েছিলেন। বান্দার সেই বলিদান আমি ভূলিনি । ১০) আমি ভূলিনি সেই কসাই ঔরঙ্গজেবকে, যে ইসলাম গ্রহণে অস্বীকার করায় শিবাজী মহারাজের সুপুত্র সাম্ভাজী মহারাজের চোখ উত্তপ্ত লৌহ শলাকা দিয়ে উপড়ে দিয়েছিল, সারা শরীরে উত্তপ্ত শলাকার ছে৺কা দেওয়া হয়েছিল, অঙ্গ-প্রতঙ্গ কর্তন করে, অমানবিক- নির্মম যাতনা দেওয়া হয়েছিল । তবুও কিন্তু সাম্ভাজী মহারাজের স্বধর্ম ত্যাগ না করায় ক্ষিপ্ত নরপিশাচ ঔরঙ্গজেব তার মুণ্ডচ্ছেদ করে হত্যা করেছিল । যার পরিণাম--- কয়েক বছরের মধ্যেই মরাঠাদের একবদ্ধ হয়ে ভারতে ৭০০ বছরের মুসলিম সাম্রাজ্যের নির্মূলন এবং হিন্দু পাত পাতশাহীর প্রতিষ্ঠা !!! ১১) আমি ভূলিনি সেই অতি নিষ্ঠুর, বিধর্মী আকবরকে যে মহারাজ হেমুর ৭২ বছরের বৃদ্ধ পিতার মুণ্ডচ্ছেদ করেছিল ইসলাম গ্রহণ না করার অপরাধে ! ১২) আমি ভূলিনি সেই পশুরও অদম নরপিশাচ ঔরঙ্গজেবকে যে ইসলাম গ্রহণে অস্বীকার করায় ভাই মতিদাসকে সর্বসম্মুখে করাত দিয়ে কেটেছিল।
-------------------------------হিন্দূদের ওপর অত্যাচারের বিস্তারিত বিবরণ দিতে গেলে শব্দ ও কাগজ কম পড়বে।
Comments