স্বাধীনতার গল্প

স্বাধীনতার গল্প _ রাজেন্দ্র
************************

লাল জরদা পানের পিকে
রইল পড়ে তোমার আমার
নাগরদোলার টিকিট খানা

ভেবোনা
কোনও প্রজাপতি এসে
বসবে উড়ে ওতে

দুটো বক
বসে আছে অনেকক্ষণ
ঠোঁটের খোঁচায়
মাছ ধরবে বলে

সোনাঝুরি আর ইউক্যালিপটাস
এখন আর বন্ধু নয় জেনো

কুয়াশার চাদর কাটলেও
রোদ না ওঠা দুপুরে
এখন শুধুই কনকনে হওয়া

মাফলার টা বারবার
বেহায়া নির্লজ্জের মতো
সরে সরে যাচ্ছে

গোমরাথেরিয়াম্ মুখে
এখন আমার হাসতে মানা

কুকুরের মতো শুঁকে চলেছি
তোমার চটিতোলা ধূলোয়
আসা যাওয়ার গন্ধ

মনের বারুদে এখন
রোদ খাওয়ানো দরকার

তোমার আমার সবার
ভিক্ষেয় পাওয়া
ঘষাঘষির স্বাধীন সরকার

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি