বেচারী কলম্বাস
বেচারী কলম্বাস _ রাজেন্দ্র
************************
তোমার আঙুলে
গলে লেপটে থাকা
চকোলেটের গন্ধে
উঠে আসি আমি
বার বার
পিঁপড়ের মতোন
আর
ভুলে যাই
ঘরে ফেরার পথ
জানো তো
চোর বা মাতালেরা
ভালোই আছে
শুধু ভালো নেই
আমার ভালোলাগারা
দিকভ্রান্তির কম্পাস
কোথায় যেন দিয়েছিলাম ফেলে
আমি
বেচারী বুড়ো কলম্বাস
@ রাজেন্দ্র
Comments