হারিয়ে পাওয়া

হারিয়ে পাওয়া _ রাজেন্দ্র
______________________

খানা জংশন পার হলো
তেভাগা এক্সপ্রেসের
মুখ থ্যাবড়া ইঞ্জিন
রাশি রাশি কালো কালো
ডিজেলের ধোঁয়ার ঝামটায়
আর কানফাটা গর্জনে

প্ল্যাটফর্ম জুড়ে উঠলো
জমে থাকা ধূলোর ঝড়

যেমনটা ঠিক উঠেছিলো
তোমায় একলা পেয়ে
প্রথমবারের মতো পাশে

আঙুল দিয়ে ছুঁয়েছিলাম
নিটোল আঙুল তোমার

হাতের সাথে ঘষটে হাত
জানিয়েছিলাম তোমাকে
মনের উষ্ণতার উত্তাপ

বুঝেছিলাম আজকের
তাপমাত্রা বুঝিবা ভেঙেই দেবে
থার্মোমিটারের সীমিত পারদ বন্ধনী

সবাই জানি
ভালো সময় বেশীক্ষণ থাকেনা

আমারও থাকেনি

তোমাকে কাছ ছাড়া করার
যন্ত্রণার ভাগ শুধু নিজের মনেই
স্তরে স্তরে জমাট বেঁধে গেলো

মনে পড়লো

পাতার ফাঁক কেটে
শিশির ভেজা মাটিতে
ঠিকরে পড়া ভোরের আলো

মাটিও বেশিক্ষণ
ধরে রাখতে পারে না

পারে না ইচ্ছে মতোন
যা খুশি গজিয়ে দিতে

পারে না নদীও সব কিছু
সাগর অবদি টেনে নিয়ে যেতে

কিছুটা তো থিতিয়েই যায়
আমার শেষ বেলার হারিয়ে পাওয়া
লুকানো ভালোলাগার মতো

@ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি