অন্নচিন্তা চমৎকারা
অন্নচিন্তা চমৎকারা _ রাজেন্দ্র
**************************
পরিচিত মুখ দাদা বৌদি
কামসূত্র ডটেড কিনতে গেলে
মুখ চেয়ে দেখে
হাসতে হাসতে
কুশল জানতে চায়
আমিও বুড়ো আঙুল আর
তর্জনী জুড়ে সঙ্কেতে জানাই
বিনদাস মস্তিতে আছি
চাদরের নীচে
শীতের আমেজে
কোমর দোলাতে
কেমন লাগার কথা
এ কথা নারী পুরুষ
ভালোই বোঝে
আর বোঝে ফুটপাথে
একসাথে গুটিসুটি শুয়ে থাকা
ভিখারী আর নেড়ি গুলো
মাথার উপর আকাশ বা
প্ল্যাটফর্মের শেডে থাকা
একলা অসহায়ের চেয়ে
অনেকটা ভালো
বেঁচে আছি আমি
ওদের রতির আনন্দ
আছে কিনা জানি না
তবে
অবশ্যই আছে
বাচ্চা বিয়োনোর জ্বালা
কথায় শুনি
অন্নচিন্তা চমৎকারা
খাওয়া পরা বাঁচা মরা
এটাই কি তবে
তোমার আমার ওদের
একমাত্র জীবন
তবে আর কেন এত হানাহানি
এত লোকক্ষয় এত ভয়ডর
কেন এত
রাতদিন ক্ষতি চাওয়া অকারণ
Comments