চিট্ চ্যাট্
চিট্ চ্যাট্ _ রাজেন্দ্র
********************
মশারির এককোণা খুলে
বালিশে দেহ ফেলে
মোবাইল বুকে আধশোয়া
অনলাইন বৌদিরা
কামাতুরা সংলাপে ভেজায়
অন্তর্বাস
রাত জেগে শরীর ভাঙে
দুর্বল ঘিলুতে বাসা বাঁধে
পছন্দের যৌনতা
অফিসেও কাজের ফাঁকে
বারবার চ্যাটবক্সে উঁকি
কখনো দেওয়া নেওয়া
করে স্মাইলিরা
কপট মোহের ফাঁদে
ভালোলাগার চকমকি
চোরাবালি টানে
মন খুঁজে মরে
নিষিদ্ধ আবেগ
ভার্চুয়ালেই কাটে
দিন রাত
কখনো বা চ্যাট বক্সে
হাই _ হ্যালো
কখনো মুখোস খুলে
সেল্ফি তোলো
@ রাজেন্দ্র
Comments