তর্ক

[12/11 7:59 am] রাজেন্দ্র: Emanuel Saheb আর Arindam Babu কে বলি _ আমার কর্মক্ষেত্র মালদার একটি ব্লক । নাম মানিকচক । সেখানে আমার কাছে সব রকমের মানুষ আসেন কাজের সূত্রে । সেখানে 500 / 1000 টাকার নোট বাতিলের চাপ তাদের উপরেই পড়েছে, যারা প্রয়োজনের অতিরিক্ত টাকা নিজের ঘরে গচ্ছিত রাখতেন । আর পড়ছে কাঁচা সব্জী / মাছ মাংসের বাজারে । হাসপাতাল তো সরকারী । সেখানে চিকিৎসা আর ওষুধ বিতরন বিনামূল্যেই চলে । সুতরাং ওখানে দিন এনে খাওয়া লোকের তেমন অসুবিধে এখনো অবদি হয়নি । মোদীজি যে কাজ করেছেন, বেশ করেছেন । তবে এখানে মতপ্রকাশ করলে যদি ধর্মীয় বর্ণ তুলে আক্রমণ আসে, সেটা অবশ্যই দুঃখজনক । আমি এই জাতীয় ভাবনার সমর্থন করিনা ।
[12/11 8:00 am] রাজেন্দ্র: আমি শহর / শহরতলী নিয়ে ভাবিত / চিন্তিত নই
[12/11 8:01 am] রাজেন্দ্র: কিছু মানুষের ঘুরতে বেড়াতে যাওয়া cancel / বানচাল হওয়া নিয়েও আমার কোনও মাথা ব্যাথা নেই
[12/11 8:02 am] রাজেন্দ্র: সহমত । মনের ব্যাধি দূরীকরণের টীকা চাই
[12/11 8:04 am] রাজেন্দ্র: শহরের ঝাঁ চকচকে নার্সিং হোমে আছে কিছু ভগসান বিষ্ণুর তৃতীয় অবতারের অবৈধ ও অবাধ্য সন্তান । ওরাই বড় নোট নিতে অস্বীকার করছে । ওদেরকে ধরে পাবলিক দিয়ে গণপিটুনি গোছের কিছু দেওয়া দরকার । তবেই ঝামেলা চুকে যাবে
[12/11 8:06 am] রাজেন্দ্র: শহরের বাবুদের অনুরোধ গ্রামে আসুন । দেখুন । এখানে নোট বাতিলের আঁচ কতটা । শহরে সব কিছু নিয়েই একটু বেশী রকমের বাড়াবাড়ি মাতামাতি হয় । দু দিন কি একটু সেটা কম করলেই নয় !!!!
[12/11 8:08 am] রাজেন্দ্র: TOI র খবর - জাল নোট ছাপানো, ছড়ানো আর বাংলাদেশ থেকে আনার ব্যাপারে গোটা দেশে no.1 হলো আমার কর্মস্থল জেলা
[12/11 8:09 am] রাজেন্দ্র: সেখানে জাল নোটের কারবারি দের হাল টা ভাবুন একবার !!!
[12/11 8:10 am] রাজেন্দ্র: আফিম চাষ আর অস্ত্র ব্যবসার টাকা - কত আর রাখা যায় ব্যাঙ্কে । ভাবুন একবার !! সেই টাকা গুলোর কি দশা হবে এবার !!!!! 😆😆😆😆😆😆😆
[12/11 8:11 am] রাজেন্দ্র: আবার মনে করাচ্ছি, মালদা জেলা কিন্তু আফিম চাষে আর অস্ত্র নির্মানে ও পাচারে no.1 জেলা গোটা ভারতে
[12/11 8:12 am] রাজেন্দ্র: আমি PM এর এই DECISION কে সমর্থন করি
[12/11 8:13 am] রাজেন্দ্র: আর আমার মত যারা সৎ আধিকারিক আছেন, তাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে । তারাও সকলেই খুব খুশী
[12/11 8:15 am] রাজেন্দ্র: WB এ CM এর চাপ খাওয়ার কারণ একটাই । ওনার নন্দী ভৃঙ্গীদের কাছে হাজার হাজার কোটি টাকার কালো টাকা আছে যা ব্যাঙ্কে নেই । LIQUID MONEY ... তাই ওনারও রক্তচাপ বেড়েছে ।
[12/11 8:59 am] Emanuel: আমি নিজের ও চারপাশের সহকর্মী এবং রিকশাচালক মুদি দোকানি মাছ বিক্রেতা পরিচারিক সবার সঙ্গে মিশি। কথা  বলি। সুবিধা হয়েছে এমন মানুষ দেখিনি।
মানিকচকের মানুষের সংবাদদাতা সংসার কীভাবে ভাল চলল বুঝলাম না। ব্যাঙ্ক তো ঈদানীং 100 টাকার নোট দিতেই না।
যত ছোট সংসার ই হোক  দিনে 300-- 500 টাকা তো খরচ হয়।
[12/11 9:35 am] রাজেন্দ্র: Emanuel সাহেব কে অবগত করাই আমি মালদায় একা থাকি । এই কদিন চালে নুন দিয়ে ফুটিয়ে খেয়েছি আলু ডিম ফেলে । খারাপ লাগেনি । রুটি সব্জী কিনে খেয়েছি চেনা হোটেলে । খাতা করা আছে । আমার মনে হয় দেশের স্বার্থে আমরা কষ্ট সহ্য করতে ভুলে গেছি । তাই নয় কি ?
[12/11 9:36 am] রাজেন্দ্র: Emanuel বাবু কে অনুরোধ করবো আমার ব্লকে আসতে
[12/11 9:37 am] রাজেন্দ্র: এখানে তো অনেক প্রতিবাদ করছেন । ভালোই তো । জীবনের সব কিছুতেই কি এমন করে প্রতিবাদ করছেন তো ?
[12/11 9:39 am] রাজেন্দ্র: Emanuel বাবুকে স্মরণ করাতে চাই সেই সময়ের কথা, যখন মানুষ বাটি হাতে ভাতের ফ্যান খুঁজতে বের হতো । আর এখন তার থেকে আশা করি অবস্থা ভালো সকলের কম বেশি
[12/11 9:41 am] রাজেন্দ্র: যদি আমি একটা ব্লকের BLLRO অফিসের সাহেব হয়ে এমন করে কটা দিন চলতে পারি খাওয়া চলাফেরায় সংযম করে, বাকি মানুষ কেন পারবেনা ?
[12/11 9:42 am] রাজেন্দ্র: আমরা কি এমন হরিদাস পাল Emanuel সাহেব যে এতটুকুও মেনে নেওয়া বা মানিয়ে নিতে পারব না দেশের জন্যে ?
[12/11 9:45 am] রাজেন্দ্র: আপনার ভাবনা তো দেশদ্রোহিতার সামিল Emanuel সাহেব । আমার কাছে আগে Duty.. তারপর সব । আপনার কাছে কি আগে priority সেটা ভাবুন । Calling of the Duty টা কী সেটা বিচার করুন । দেশসেবা আমরা সকলেই করতে পারি । এই জাতীয় দুই দিনের self sacrifice টাও এক জাতীয় দেশ সেবা
[12/11 9:48 am] রাজেন্দ্র: Emanuel বাবু, সবার ঘরেই কিছু টাকা  cash in hand জমানো থাকে । আমার কাছেও থাকে খুচরো । আমি almost every weekend এই মালদা কলকাতা করি । আর Malda town থেকে আমার office 32  KM.. খুচরো সবাই রাখে । আর গ্রামের গরীবদের সাধারণ মানুষের কাছে খুচরো টাকাই বেশি ।
[12/11 9:49 am] রাজেন্দ্র: শহরে মানুষ অনেক স্বার্থপর আর সমালোচনা নিয়েই ব্যস্ত । গ্রামে আসুন । সব্জি বা মাছ মাংস ওয়ালা রা সবাই স্থানীয় অধিবাসী । ওরাও যারা রোজ দোকান বাজার হাট করেন তাদের মুখ চেনে । তাই ধারেও মাল দিয়ে দিচ্ছে খাতায় লিখে ।
[12/11 9:51 am] রাজেন্দ্র: দেশের এই সময়ে এই টুকু self sacrifice না করলে এই দেশে আপনার নাগরিকত্ব নিয়েই আমায় এবার প্রশ্ন তুলতে হবে ।
[12/11 9:53 am] রাজেন্দ্র: Emanuel সাহেব । আপনি অন্যের লেখা বুলি copy paste মারবেন না plz. নিজের কিছু বলার হলে বলুন । নিজের অভিজ্ঞতা শেয়ার করুন । অপরের অভিজ্ঞতা অপরকেই বলতে দিন

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি