কথোপকথন

কথোপকথন
***********
এক
------

হ্যাঁ ...

এটাই সার সত্যি
জীবন আনন্দ এখন
বড়ই সুলভ হয়ে উঠছে
জীবনানন্দ ছাড়িয়ে

পৃথিবীর অনন্ত আর কাল নিরবধি
সেই কবে থেকেই তো
তিনভাগ জল
আর একভাগ স্থল

ভাল্লাগে না

জলাভূমি ভরাট করে
নগর-নির্মাণও তো কম হচ্ছে না

পৃথিবীর পুরোটাই এখন স্থল
বলে আমার মনে হয়

তিনভাগ কোকোকোলা
আর একভাগ নাইট্রোজেন
অক্সিজেন হ্যালোজেন সব মিলে

‬পনেরো টাকার মধ্যে বারো টাকা
অক্ষয় কুমারই মেরে দিচ্ছে

আর চকোলেট আইস্ক্রিম লিপস্টিক
এগুলোকেই বা বাদ দিই কেন

যদিও চকোলেট ফেভারিট না
আমি বাটারস্কচ ভালোবাসি

জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ
আমি বাটারস্কচে বিশ্বাসী

ভেবেছি প্রেমে ব্যর্থ ছানাপোনাদের জন্যে
একটা শহিদ মিনার বানাবো

পুরোটাই লিপস্টিকের

প্রেমে কে ব্যর্থ নয়
এক রামদেব বাবা ছাড়া

ব্যর্থ বানানটিই কেবল অব্যর্থ

লিপস্টিকের শহীদ মিনার বানালে
পিঁপড়ে অবশ্যই হবে

দুই
-----

দাম্পত্যের মধ্যে
রাম ছাগলের বাচ্ছা
মাইক নিয়ে ঢুকে পড়ে

জানতে চায় গোপন রহস্য

রাজার স্তাবক জীর্ন হয়

কবিতা কোনোদিন পুরোনো হয়না

আমার কিন্তু মন নেই

দরজার কড়া তাড়া করলে
বের হবো কেমন করে
জানেন ওপরওয়ালা

দরজা জানলা বন্ধ করলে
আকাশ তোমাকে খুঁজবেই

এক্সাইটমেণ্ট উৎসর্গ করো

পাঁঠাবলি দিয়ে
জেনারেল নলেজ বাড়াও

তোমার চৌবাচ্চার
আমি ছিদ্রাণ্বেষী নই

তিন
------

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি