গর্ভসিক্ত অভিমন্যু
একরাতের মাদক ঘুম
নিমেষে উবে যায়
পাহাড়ের অতল অন্ধকারে
সীমানারা দিক পাল্টায়
স্থান কাল পাত্র
জর্জরিত আপেক্ষিকতায়
ছবি যখন জীবন্ত সাজে
নেমে আসে মাটিতে
বসে তাকায় চলাফেরা করে
অবস্থান বুঝে ঘোরে ফেরে
মন অবুঝের মত
চিনতে ভুল করে
অভিমানী অব্যক্ত সংলাপ
নিজেরাই নিজেদের সমাহিত করে
আত্মমগ্ন অজানা অতীতচারীতায়
আলুথালু বিন্যাসেও লাগে ঘোর
শব্দেরা ভাষা হারায়
হারায় চেতনা বোধ
অসম্পূর্ণতা বড়োই নীরব
প্রতিবাদহীন প্রত্যাশী
কখনো কখনো
ভালোলাগার অতিরিক্ততাও
হতে চায় সর্বনাশী
কবিতায় শব্দে অনুভূতিতেই
জব্দ ভাবনারা যতো
নীরব হয়ে বেঁচে থাকে
গর্ভসিক্ত অভিমন্যুর মতো
@ রাজেন্দ্র
Comments