বাতিল

বাতিল - রাজেন্দ্র
-----------------------------------

সুগন্ধী পায়েসের বাটিতে
চোনা ফেলে দিওনা বন্ধু

উল্টে ঝুলে দেখা
বাদুড় আর চামচিকের
বিষ্ঠার মতো

দরকারে আমি কিন্তু
নুন ভাতও খাই

চেনা মুখ দেখিয়ে
ধারদেনা করেও চালাই

খুচরো সব শেষ আপাততঃ

সেল্ফ স্যাকরিফাইসের সেল্ফিটা
পোস্ট করতাম না এই অবেলায়

তবুও বেয়াক্কেল মাকড়াদের
বেয়াড়া প্রশ্নের মুখে
নামতেই হলো ময়দানে আখড়ায়

অতিরিক্ত টাকা বাজেয়াপ্ত হলে
এখনো মন উল্লাসে নেচে ওঠে

বড়ো বাবুদের
জাল অচল নোট
কোথাও এখন ঠোঙা
কোথাও বা ছাগল
কোথাও বা জ্বালানি

ঘুষখোর কালোবাজারী
দালালদের আচ্ছে দিন
এবার বোধহয় গেলো

কেউ কেউ তো
সুবিধা লুটবেই

এমনটাই তো হয়েছে
চিরকাল

সমাজতন্ত্রের নামে
গণতন্ত্রের নামে

ভোগবাদী সুবিধাতন্ত্র
কায়েমী স্বার্থসিদ্ধি

তবুও সাধারন সুনাগরিক
মন চায় শান্তির দরবার

যেন কিছু একটা প্রমাণ
করতে চাওয়ার আপ্রাণ পণ

একটা ফিকে হয়ে যাওয়া
বুকে চাপা দেশপ্রেম

চেপে বসে ঘিলুর ভিতর
অকারণ বারবার

@ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি