আগুনকথা পৃ 14
কাব্যগ্রন্থ - আগুনকথা পোড়ায় যে মন
---------------------------------------------------
পর্ব - আগুনকথা, কবি এবং ...
পৃষ্ঠা - 14 - 15
---------------------
কবিতা নং - 2
---------------------
দেওয়ালে কাটা
তিন আঁচড় নামে
বসেছিলো ভালোবাসা মনে মনে
একফালি চায়ের দোকানে
ঋতু সব গেছে ঘুরে
সন্ধ্যে ভেঙে রাত পর্যটনে
একফালি চায়ের দোকানে
কেটলির কালো গায়ে
বিজ্ঞাপন লেখে ভাবনা
চিনচিন চিনচিনে বুকে
অবাধ্য আনাগোনা
যেন রাতজাগা রুটিনে
ঋতুমুখী গাছ সব পুড়ে গেছে
কেরোসিন ড্রাম শুধু
নদীর জলের বিপরীতে বিঁধে
যন্ত্রণায় অসহায় পায়ের কাছে
বিদ্রুপে উফফফফ্ ...
একটা মোজা রাতভর
পায়ে পরে আছে
খুদে পা একখানা
নেই তার শরীর
শুধু পায়ের গোড়ালিতে
কেটলির গায়ের মতোন
কালো এক টিপ
কল্যানের - তখনো দেওয়া আছে
@ রাজেন্দ্র
(সকলকে সুপ্রভাত)
Comments