চারা
দুটো চারাগাছ জন্মেছিল
শুকনো নালার দুই প্রান্তে।
সবার অলক্ষ্যেই বেড়ে উঠেছিল
তারা, সব বাধা কাটিয়ে।
কেউ চিনতো না কাউকে,
জানতো না, বুঝতো না।
ক্রমশঃ বড় হল তারা একে একে,
আলাদা পরিবেশে।
একদিন শুরু হল
উন্নয়ন এর কর্মকান্ড...
নালা সংস্কার হয়ে
বিশাল খালের রূপ নিল।
দুটো গাছের মাটি কমে এল,
খালের জলের বিপদ সীমানায়
এসে দাঁড়াল দুটি প্রাণ।
এরপর এক বিকালে এল
কালবৈশাখীর মারণ ঝড়।
ওরা অসহায় ভাবে
হেলে পড়ল,
একে অন্যের উপর।
খালের জলের আগ্রাসন
ওদেরকে মিলিয়ে এক করে দিল।
মানুষ অবাক হয়ে দেখল...
কি ভাবে দুটো প্রাণ
একে অপরকে ভরসা করে,
মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে।
আবার তারা স্বপ্ন দেখছে
বেঁচে থাকার, ভালো থাকার।
মাটি নেই প্রায়,
পড়ে যাওয়ার ভয় উপেক্ষা করে
তারা বেঁচে রয়েছে,
একে অন্যের সাথে
অপার্থিব ভালোবাসায়।
Comments