হিসাব
"ভালোবাসা" ...
শব্দটা শুধুমাত্র আশা দেয়।
একটা সুন্দর সুনীল স্বপ্ন দেখায়।
আর আমরা পাই ..
শুধু কষ্ট, অনেক না বলা যন্ত্রণা।
জ্বলে পুড়ে ছাই হয়
একাকী মন।
জীবনে বেঁচে থাকে
শুধু বুক ভরা দীর্ঘশ্বাস ..
অসহনীয় স্মৃতি ..
আর পাওয়া - না পাওয়ার হিসাব।
Comments