হায় হায়

জন সমুদ্রে জেগেছে ঢেউ,
অশান্ত গর্জন।
হারিয়ে গেছে তোমার মেয়ে,
আমার প্রিয়জন।

দেশের দশের চিন্তা অনেক,
নেতারা নিদ্রাহীন,
রাজার নীতির প্রণয়নে
উৎসব প্রতিদিন।

রাজ কর্মচারী পুতুল মাত্র
প্রাণের তাগিদে ছোটে,
ভোটবাক্স বড় বালাই
কথার আবেগে লোটে।

কর্পোরেটের নোটের ঘ্রাণে
তোলাবাজের চাপে,
" যা করেছি, বেশ করেছি,
করবে কি ওর বাপে? "

সিংহাসনের প্রবল প্রতাপ
রক্ষকই ভক্ষক,
জনগণের পকেট কেটে
শোষকই চির শাসক।

সুবিধাবাদী দলতন্ত্রই
গণতন্ত্রের নাম,
কাজের নামে অজুহাত
কথায় ডান বাম।

স্বার্থকামী ভোগবাদে
প্রজাতন্ত্রের জয়,
জুলুমবাজির বাড় বাড়ন্ত
রাজনীতি বরাভয়।

জনগণের মঙ্গলের
রাজনৈতিক দায়,
ভোট বাক্স বড় দায়
" গণতন্ত্র হায় হায়। "

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি