অর্জন

খুলে ফেল আগল
ভেঙ্গে দাও সেই বাধা ।
ঝেড়ে ফেল মনে জমে ওঠা
ভয় মেশা ধূলো।
এগিয়ে চলি সবাই
হাতে হাত রেখে
এক অঙ্গীকারে।
ছাড়পত্র পেতে
নেই দেরী ।
শুধু কান পেতে শোনো,
জন গর্জন।
হারিয়েছে অনেক কিছু,
এখন শুধু অর্জন ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি