পাহাড়ে

পাহাড় জুড়ে সারি সারি পাইন,
যেন খোঁচা খোঁচা একমুখ দাড়ি।
বিকালের সূর্য নীচে নেমে এসেছে,
আলো তার মৃয়মান।
আরো কিছুটা সময় কেটে গেলো,
ঘনিয়ে এল অন্ধকার ।
সূর্যটা কখন যেন
হারিয়ে গেল অতলে,
অজানা গহ্বর এর মুখ থেকে
শেষ বারের মতন ভেসে এল
আবছা আধাঁরি আলো।
আকাশের বুকে প্রদীপ গুলো
একে একে জ্বলে উঠলো।
অন্ধকারের নিস্তব্ধতাকে গ্রাস করল
ঘন কুয়াশার চাদর।
ঢেকে গেল ছোট বড় বাড়ি,
খাদ ভরা পথ, গাছপালা।
শুধু শোনা গেলো
ঝিঁঝিঁ পোকার ডাক,
আর নাম না জানা
এক ঝরণার অবিশ্রান্ত আহ্বান।
আমি জেগে রইলাম
তাদের স্বাক্ষর বহন করে
অনাহূত ডাকের প্রতীক্ষায়।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি