মেঘ বালিকা
মেঘের দেশের মেঘ বালিকা
কেন করো অভিমান?
মেঘেরা যদি ঝরে পড়ে যায়,
মনে কি দেবে স্হান?
মন যদি চায়, উড়ে চলে যাই,
হারাই তোমার সাথে।
তোমার মনের ডানা হয়ে
থাকবো তোমার পাশে।
মেঘের দেশের আকাশ পরী,
কোথায় তুমি থাকো?
মন খারাপের সকল চিঠি
আমায় লিখে রাখো।
Comments