ইতিহাস
দু-দন্ডের শান্তির আশায়
খুঁজে ফিরেছি অনেক পথ।
ধুলি-ধুসর প্রান্তরে,
শ্যামল-সবুজে চরেছি অনেক।
নীল আকাশের বুকে,
নক্ষত্রের আবছা আলোয়,
বাতাসের শব্দে, ভ্রমরের গুঞ্জনে
চেয়েছি তার সঙ্কেত।
পাখীর কলতানে,
বসন্তের দখিনা বাতাসে,
কুয়াশার হিমেল পরশে,
অনুসরণ করেছি তাকে নিঃশব্দে।
শরতের শিউলির ঘ্রাণে,
কাশফুলের দোলায়,
ঢাকের কাঠির তালেও
পাইনি তার সম্মতি।
নদীর বুকে জাগা চর,
মাঝি মাল্লার টানে,
মাছের জালের জটিলতায়,
পাইনি তার ঘ্রাণ।
শঙ্খচিলের মেলা ডানায়,
বিকালের স্নিগ্ধ মায়াবী আলোয়,
চৈতির সোনালী ধানের শিষেও
তার অবাক নিরবতা।
সমুদ্রের লোনা জলের পাড়ে
শুয়ে থাকা বিদেশিনীর
উন্মুক্ত শরীরের ঘামেও,
শূন্য তার আবেদন।
তবুও সন্ধান করছি তার,
সব কিছুতেই তাকে
অনুভব করার অতৃপ্ত বাসনায়
জেগে রয়েছি অতন্দ্র।
জানি, একদিন
এই সন্ধান প্রবৃত্তি
নিবৃত্ত হবে, শুধু
রয়ে যাবে সন্ধানের ইতিহাস।
Comments