দেখেছিলাম
তাকে একটিবার,
পলক ভরে।
রাস্তার উপরে
দাঁড়িয়েছিলো সে।

চোখে তার
চোরাবালির টান,
মুখে তার
প্রচ্ছন্ন সম্মতির হাসি।

অবশ হয়ে
শুধু তাকিয়ে ছিলাম
তার দিকে
পলকহীন চোখে।

দেহ তার
জ্যোত্স্না মাখা,
গা বেয়ে
তিরতির করে নেমে আসছিল
চাঁদের আলো।
ভিজে চুলগুলো তার
কুয়াশা মাখানো।

পলক বন্ধ করে
আবার খুললাম,
কোথায় যেন
সে হারিয়ে গেল।

মিলিয়ে গেল
জন অরণ্যে,
আর কখনও
দেখিনি তাকে।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি