আমি তোমার
তোমার হাত ধরে
অতল জলের শুক্তি
বেছে আনব।
বালুকা বেলায়
ঝাউয়ের ছায়ায়
দুজনে এক হব।
জঙ্গলের আধাঁরে
গাছ বাড়িতে
রাত কাটাবো।
পাহাড়ী ঝরণায়
মন হারিয়ে
করব স্নান।
থাকবো বিজন নির্জনে
নীরবে নিভৃতে
একত্রে দুজনে।
থাকবে তুমি
আমার মনে,
আর আমি তোমার।
Comments