একটা নুন গল্প সা ন পুততুন্ড

কিছুদিন ধরেই লক্ষ্য করছি সারাহা না কি যেন, তাতে মানুষ একেবারেই নাম গোপন রেখে নিজের মনের কথা বলে দিচ্ছেন। ভালো কথা, গালাগালি, এমনকি প্রোপোজও করে ফেলছেন।
এ খেলার কোনও মানে হয়? একটা নাম না জানা চিরকুট পেয়ে মানুষের কোনও ফিলিংস হয়?

তার চেয়ে একটা বেটার খেলা খেলি আসুন। আপনার যা মনের কথা, যা বলতে চান, ইনবক্স করুন নিজের পরিচয় সমেত। কথা দিচ্ছি সেই ইনবক্সের স্ক্রিন শট তো দূরের কথা--ইনবক্সে কী মেসেজ দিচ্ছেন তা আমি ছাড়া কেউ জানবে না, সে গালাগালি হোক, অথবা সমালোচনা, হেট মেসেজ কী লাভ মেসেজ। আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আপনার সিক্রেট আমার সঙ্গেই সেফ থাকবে।

শর্ত এই যে আপনাকে সেই কথাগুলোই লিখতে হবে যে গুলো আপনি নামহীন মেসেজের সুযোগটা থাকলে পাঠাতেন।

আছে এই খেলাটা খেলার সাহস? বুকের পাটা আছে? তবে খেলুন। খেলাটার নাম হোক--

"দুজনে মুখোমুখি"।

হ্যাঁ। ধ্বক থাকলে খেলুন। নয়তো নয়।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি