বুকে বৃষ্টি ভরে আনো ABP
শুকিয়ে যাচ্ছে
একটু একটু করে
চোখের নোনা জল
বুকে বৃষ্টি ভরে আনো
ধুয়ে নেই নুন সাদা দাগ
দু'চোখ জ্বালা করছে বড়ো
এলোমেলো টলোমল
এবার খুঁজতে যাবো
সেই শ্বেত শুভ্র মর্মর
ঘাম বেয়ে ওঠা দেওয়ালের
ঝুলে থাকা পলেস্তারার কাছে
পেয়ে গেছেন পবিত্র ছাড়পত্র
আজানুলম্বিত দিগম্বর
এখন চড়াই ভাঙতে হবে
বৃষ্টি ভেজা পাথরে
হলুদ সবুজ ঘাসে
রাজহাঁসের পালক ধোয়া জলে
মিশে গেছে রক্তচন্দনের লাল
কুয়াশার চাদর পেতে
অনন্ত অপেক্ষায়
জেগে রয়েছেন তথাগত
আর
হিমালয়ে বুক পেতে
সর্বজ্ঞানী মহাকাল
@ রাজেন্দ্র
Comments