'চুমু' রা দীর্ঘজীবি হোক্
যেই তালাটা মেরে আমি অফিসে যাই রোজ
সেই তালাই আজ ভুলিয়ে দিলো আমাকে
ঘরের দরজায় তালা মারার কথা
আমি তখন রূপান্তরিত পাললিক শিলার
হ্রস্ব-ই কারের সাথে চুম্বনের গাঢ়ত্ব এবং ঘনত্ব নিয়ে
শুঁয়োপোকার রূপান্তর মেলাতে ব্যস্ত
খানিকটা এগিয়ে যাওয়ার পড়েই
নিঃসঙ্গ চাবিটা মনে করালো আমাকে
ঘরে তালা মারতে ভুলোপানার কথা
মাছের জাল ফসকে গলে যেন
কোনোও ভাবে দৌড়ে এলাম
হাঁপাতে হাঁপাতে লাফাতে লাফাতে
কারণ আমি নিশ্চিত জানতাম
যেখানেই জমে থাকে ভালোবাসা
সেখানেই বেঁচে থাকে গাঢ় চুম্বনের উৎসব
'চুমু' রা দীর্ঘজীবি হোক্
@ রাজেন্দ্র / ১১ই আগস্ট, ২০১৭
Comments