মুক্তগদ্যে পারমিতা
তারপর গভীর হল রাত I নক্ষত্ররা স্তব্ধ ৷ বাউলরঙা চাঁদ শুয়ে থাকে খোলা আকাশের নীচে ... পাশের বাড়ির আলো তখনও ডিপফ্রিজে রাখা সন্ধ্যে থেকে বের প্রতি মুহূর্তে ৷
এখন শুধু ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া যাবে মোমবাতিকে । আর কাপ আর প্লেটের মাঝে রাখা হবে লিকার শীতকালকে ৷দু একটা রিকশা তখনও ভোঁ ভোঁ আওয়াজ করে চলে যাবে ।
আরো রাত ! ফাঁকা হয়ে যাবে ফাস্টফুডের দোকান , রাস্তাঘাট ...আর ঘুমন্ত পাহাড় থেকে নেমে আসা অধিকার স্পর্শ করবে শরীরের তরাই উৎরাই ৷নিঃশ্বাস ক্রমশ সংক্ষিপ্ত হতে হতে ট্যাবলেটের স্ট্রিপে ঘুমন্ত আকর I
আশে পাশে আছে কিছু প্র্যাকটিস যাকে নোংরা মশারির ফুটো হয়ে যাওয়া জাল থেকে বেরোতে হয় ৷ সেই যে পেরেক আর মাস হারিয়ে যাওয়া ক্যালেন্ডার এখনও ঝুলছে ৷ দেওয়ালের ঘসা দাগে এখনও গাঁটছড়ার হলুদ ৷
আজকাল ভাবি কেন যে চামড়ার ভেতর দিয়ে এগিয়ে যাওয়া পারদ ছুরি হাড়ের মধ্যে প্যারাসিটামল ঢুকিয়ে দিচ্ছে ... অথবা আস্ত একটা পথ মিথ্যে সম্পর্ককে দিদি বলে ডাকছে ! কি নিদারুণ সব ফ্রেম ৷
কাকে যে ধন্যবাদ জানাবো বুঝি না ৷ চারিপাশে শুধু প্ল্যাস্টিকের মানুষ ।তবুও রাত হয় আর বারান্দায় গুটিকয় মানুষ চাঁদ দেখে ...
Comments