কুমেরুর কবিগিন্নী ABP
যে সাবানের ফেনায় গিন্নী আছাড় খেয়ে উল্টে পড়েন
সেই ফেনায় রামধনু দেখে উথলে নেচে ওঠেন কবি
যে ঢেউ চুলের খোঁপায় কানে নোনা বালি ঠেসে ভরে দেয়
সেই বালিতে আঁচড় কেটে অজানার নাম লেখেন কবি
যেই ঝর্ণায় গিন্নীর প্রিয় শাড়ি আর জিনস্ ভিজে যায়
সেখানে পা ডুবিয়ে মাছের সাথে কাটাকুটি খেলেন কবি
যেই সূর্যোদয়ে গিন্নী নাক ডেকে পাশ ফিরে উপুড় হয়ে যান
সেই আলোয় পাখির ডাকে সানবাথে তাজা বাতাস নেন কবি
যে কুয়াশায় গিন্নী নাকে মুখে মাফলার মুড়ে ঘোমটা টেনে কাশেন
সেই কুয়াশা কেটেই নদীর স্রোতে উঠে আসেন জীবনানন্দ
যেই বৃষ্টিতে গিন্নী গোড়ালির কাপড় হাতে তুলে ছপ্ ছপিয়ে চলেন
সেই জলেই কবি অনায়াসে চোখের জলের দাগ ধুয়ে ফেলেন
এবার সরাসরি একটা প্রশ্ন এলো _
কুমেরুর কবিগিন্নীরা সুমেরুর পাষন্ড স্বামীর সংসার কেন করেন
- রাজেন্দ্র / ১০ আগস্ট, ২০১৭
Comments