শব্দ খরচ

বন্ধু ...

তুমি কি আদৌ
শব্দ খরচ করতে জানো

নাকি মন থেকে নির্লিপ্ত
নীরবতা পালন মানো

অন্যের সাঁটা ছবি
আর ভিডিও ফরোয়ার্ডে
হবে কি আদৌ
ভাবের আদান প্রদান

বুঝবে তো সে
কি বলতে চাও তুমি তাকে

ভাবনারাও কেন তবে
যাবে ভেসে অকারণ

তবে কি
কথা বলা লেখালেখি
একেবারেই বারণ

মন তো শুধু
ছবি চায় না জীবনের
তোমার আমার সবার

জানো তো বন্ধু

মাঝে মাঝে
শব্দ খরচ করাও
একান্তই দরকার

যদি শুধু একটা ফুল বা ছবি
পাঠাতেই হয় আমাকে বা
আমার মত দশ বিশজন
অন্য কাউকে দিনে রাতে
নিয়ম মেনে

তবে যাও না কেন ফেসবুকে

দেখবে কত শত পথিক ভার্চুয়াল
বিপরীত লিঙ্গেরা
দল বেঁধে আছে
এমনই অপেক্ষায়

কখন তোমার একটি ছবির বার্তা
আসবে তাদের টাইমলাইন দরজায়

কথার মায়াবী জাদু ভরা রূপকথার দেশে

কখনো গিয়েছিল
চটপটে মন ছোটবেলায়
জীবনকে অনাবিল
অনেকখানি ভালোবেসে

আমার সমস্ত ভাবনার আবেগে
উপচে পড়ে বরফ গলা জল

আর তোমার শব্দের
অযাচিত কার্পণ্যে
তিলে তিলে জমা হয়
তাদের সমস্ত উত্তাপ
গলনাঙ্কের নীচে

দেখবে আর একটানা
বিকিনি সাজে পার্টি করবে

গোয়া কিংবা পাটায়ার সী বিচে

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি