প্রতিফলন
এক ছোট্ট ছেলে তার বাবার সাথে
পাহাড়ের পাশে হাঁটছিল ।
হঠাৎ একসময় পড়ে গিয়ে আঘাত পেল ছেলেটা। ব্যথা পেয়ে বলে উঠলো, “আহ...”
ছেলেটিকে অবাক করে দিয়ে পাহাড়ের
কোন এক জায়গা থেকে আওয়াজের পুনরাবৃত্তি হলো, “আহ...”
উৎসুক ছেলেটি চিৎকার করে জানতে
চাইলো, “কে?”
উত্তর আসলো, “কে?”
ছেলেটি তখন চিৎকার করে বললো, “তুমি খুব ভাল”।
অজানা কণ্ঠে উত্তর, “তুমি খুব ভাল”।
প্রচণ্ড রেগে গিয়ে ছেলেটি বললো,
“কাপুরুষ!”
উত্তর আসলো, “কাপুরুষ!”
ছেলেটি ভয় পেয়ে তার বাবাকে
জিজ্ঞেস করলো, “কি হচ্ছে এসব?”
স্মিতহাস্যে বাবা বললো, “বাবা, একটু
মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা কর”।
ছেলেটি তখন পাহাড়ের দিকে উদ্দেশ্য
করে উচ্চকণ্ঠে বললো, “ঠিক আছে। তুমিই জিতেছ”।
কণ্ঠস্বরের উত্তর, “ঠিক আছে। তুমিই জিতেছ”।
হতভম্ব ছেলেটি তখনও কিছু বুঝতে
পারলো না। ফ্যাল ফ্যাল করে বাবার
দিকে তাকিয়ে রইলো।
তার বাবা তাকে বোঝালো, “মানুষ এটাকে প্রতিধ্বনি বলে, কিন্তু আসলে এটাই হচ্ছে জীবন।
তুমি যা বলো কিংবা কর
এটা তোমাকে তা-ই ফিরিয়ে দেয়।
আমাদের জীবনটা হচ্ছে আমাদের
কৃতকর্মেরই প্রতিফলন ।
তুমি যদি বেশি ভালবাসা চাও, অন্যকে বেশি বেশি ভালবাসো ।
তুমি যদি অন্যের কাছ থেকে ভাল কিছু আশা কর, নিজে ভাল হয়ে যাও ।
আমাদের জীবনের সবকিছুর ক্ষেত্রেই
এটা প্রযোজ্য।
তুমি জীবনকে যা দিয়েছ, জীবন তোমাকে ঠিক সেটাই ফিরিয়ে দেবে।
Comments