কথা শহরের কথকতা

কথা শহরের কথকতায় - রাজেন্দ্র
--------------------------
কথা শহরের কথকতায়
নোঙর ফেলতে ভুলে যায়
একান্ত নিভৃত স্তব্ধতা

আজও বুকপকেট আর নোটবুকে
আগলে রাখি বেপরোয়া অযথা
কথাহীন সমস্ত ব্যথা

তবুও ভেসে আসে
কলপাড়ে কথার কোলাহল
বন্দরের অন্দরমহল জুড়ে

১৮ অক্টোবর, বুধবার, ২০১৭
মালদা, সকাল ০৯:৩৫

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি