অনন্ত মহাকাশের নক্ষত্রমালায়

অনন্ত মহাকাশের নক্ষত্রমালায় - রাজেন্দ্র
-------------------------------

অনন্ত মহাকাশের নক্ষত্রমালায়
শিবানীর একান্ত আপন তানপুরায়
বেজে চলেছে কসমিক সুর

বুকের গভীরে বিনা আকর্ষণে
ঘুরেই চলেছে ওজনশূন্য অর্বাচীন পৃথিবী

মাটি খুঁড়ে জলের গভীরে খুঁজে ফেরা ব্রহ্মান্ড
দুই হাতের তালু মেলে আঁকড়ে ধরে জীবন

আর জ্বলে ওঠে
সর্বনাশী পরমাণু ভালোবাসারা
একে একে চকমকি পাথরে

১৭ অক্টোবর, মঙ্গলবার, ২০১৭
সকাল ০৮:০২, মালদা

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি