সরীসৃপ আঁশেরা

সরীসৃপ আঁশেরা - রাজেন্দ্র (C)
--------------------

আমার না করা অবহেলার তর্পণে
মেখে থাকেনা সমুদ্রের নোনা নীল রঙ

খসে পড়া খোল খোসা আর
নিংড়ানো তেলের ঝাঁঝেও
সমস্ত দিনের ভাবনারা
হারিয়ে যাওয়া ফেনার মতো
পথ ভুলে ভেসে যায়

আমবাগানের মেঠো রাস্তা বেয়ে
কুরে কুরে ভেসে আসে
অবিন্যস্ত ঝিঁঝিদের ডাক

অনভ্যস্তদের পায়ে চলার খসখস
মনে পড়ায় ঘন সরষে ফুলের স্বাদ

ক্ষয়াটে শুকনো চাঁদের চারপাশে
মরা খাদে কাঠ হয়ে শুয়ে থাকে
ছোট বড় সরীসৃপ আঁশেরা

ওদের ঘাম শুধু ক্লান্ত করে মগজ
আর শ্রান্ত করে রতির আবেগ

চরম মুহূর্তে ছিটকে বের হয়ে আসে তারা
পরম ঘনত্বের গাঢ় আবেশ ভেঙে

ফেটে যাওয়া নিরোধ সন্তানের
অবাধ্য "না" বলা ইচ্ছের অধিকারকে
তছনছ করে

@ রাজেন্দ্র / 7:53 P.M.
২৫ | ০৯ | ২০১৭, মহাপঞ্চমী

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি