সিগারেট সকাল
সিগারেট সকাল - রাজেন্দ্র
--------------------
৩৪ ডিগ্রীর আধ পোড়া সিগারেট সকালে
কাশফুল ধোওয়া টলোমলো বন্যার জল
নেমে গেছে নদীর কোলে বিনা নুপূর পায়
ফুটে উঠেছে ফোঁটা ফোঁটা ঘাম
ঢাকীর তালু রেখায় আর
নাকের সেঁটে বসা চশমায়
রেলগাড়ির টয়লেটের দেওয়ালে সাঁটা
সিকিউরিটি হেল্পলাইন নম্বরখানা
মূর্তির বুকের খাঁজে আর
শাড়ি গয়না আঁচলের ভাঁজে
বেমালুম ঝাপসা হয়ে যায়
Comments