পেটমোটা
পেটমোটা - রাজেন্দ্র
---------------
ছুটন্ত ট্রেনের দুলতে থাকা কামরায়
ভিখারিনী এসে হেঁকে ডেকে বলে যায় -
" এখানে হেলান দিয়ে বসে আছে যারা
একশব্দে প্রায় সকলেই 'পেটমোটা" তারা
ব্যাঙ্কে জমিয়ে রেখেছে তারা কত শত নোট "
কারখানায় তালা বন্ধের বছরে
বুদ্ধিমান মুকুলেরা ঝরে পড়লেও
রোজ দশ'টা পুজোর ফিতে
দিদির হাতে কাটা হয়
আর লক্ষ্যে থাকে
শুধু সংখ্যালঘুর ভোট
Comments