তিনটি কবিতা - রাজেন্দ্র

বছর দুই আগের তিনটি আলাদা স্বাদের লেখা _

তিন এক্কে তিন _ রাজেন্দ্র
-------------------

।। এক ।।

জলে ডোবা ঘোলা মাঠে
আল গুলো মাঝে মাঝে জেগে

জলের উপর পড়েছে মেঘের ছায়া

মনে পড়ে
মার্বেল করা ঘরে

বসে চুপচাপ মুখোমুখি
আমি আর তার ছায়া

।। দুই ।।

দাড়ি টুপি পাজামা বা
গেরুয়া মোড়া তপস্বী

সুযোগ পেলেই ফটাফট্
মুঠোফোনে তোলেন নিজস্বী

ভাবলেও এখন অবাক হই

কৃচ্ছসাধনওয়ালারা সবাই
গেলেন কই

।। তিন ।।

দুলতে দুলতে ছুটছে আমার ট্রেন
পাশের সবুজ মাঠ গেছে জলে ভরে

কিছু গাছ আছে জেগে মাথা তুলে

ছুটছে আমার ট্রেন দুলে দুলে

বন্ধুর পথের সাথে
বন্ধু হওয়াই ভালো

কেউ না দিলে ঠাঁই
আছে ওরাই

তাঁবু ফেলে বসে যাও
ভবঘুরে দলে

দেশে থেকেও ভিন্ দেশি তারা

মহাস্থবির বেশে
খোলা আকাশ নীচে
বিনিদ্র জাগে যারা

গাছের ভিড়ে
সবুজ রঙ মেশা গিরগিটি
রঙের হোলি খেলে স্বকীয় নিয়মে

কেউ কেউ ধরলে বুঝলেও
বাকিরা এখনো গ্যাস বেলুনে চড়ে
চন্দ্রায়নের স্বপ্নে মশগুল

দ্বিধা ভাঙা মন সুখটানে আকুল

চিন্তা ফেলে ভেসে ওঠে মন
জলোচ্ছ্বাস ত্রাসে সব ভুলে

ছুটছে আমার ট্রেন দুলে দুলে

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি