0 Boundary Poetry

আমি আফজল দার 0 boundary concept এর সমর্থক। আমাকে আমার কিছু বন্ধু প্রশ্ন করেছেন, হঠাৎ করে ঐ concept গ্রহণ করবো কেন? তাদের উদ্দেশ্য আমি আফজল দার অনুমতি নিয়ে কিছু বলতে চাই।

0 boundary concept টা কি ? এটা জানতে চোখ রাখুন আফজল দার post গুলিতে। আমি ও এখনও পুরোপুরি জানি না, জানার অপেক্ষায় আছি।

আমি এখানে মূলত বলবো, এঐ concept আমরা কেন গ্রহণ করবো, আমাদের profit টা কি, আমরা profit ছাড়া কোনও নতুন জিনিস কে গ্রহণ করি না।

প্রথমেই বলি, 0 boundary এমন কোনও নতুন concept নয় , যা দিয়ে আবার নতুন করে আপনার কবিতাটাকে বেঁধে ফেলবে পূরাতন বিভিন্ন concept এর মতো।

0 boundary আসলে একঐ কবিতার মধ্যে বিভিন্ন concept, form, শব্দ ব্যবহারের ছাড়পত্র দেয়।

একটু উদাহরণ দিলে, ব্যাপারটা স্পষ্ট হবে।

ধরা যাক, আমি একটা অন্তমিলের কবিতা লিখছি, লিখতে লিখতে হঠাৎ আমি কোনও মিল যুক্ত শব্দ খুঁজে পাচ্ছি না, বা যেটা পাচ্ছি সেটা ব্যবহার করলে বুঝতে পারছি, কবিতাটা কেমন নেতিয়ে পড়ছে বা কৃত্রিম হয়ে যাচ্ছে, অথচ, ওই অংশটা গদ্য কবিতায় লেখা গেলে বক্তব্য টা ঠিকঠাক পরিস্ফুট হতো, কিন্তু উপায় নাই, আমি অন্তমিলের কবিতার মধ্যে গদ্য কবিতা ঢোকাতে পারি না।
বা, আমি কোনও আপডেটেড গদ্য কবিতার মধ্যে ঢুকিয়ে ফেলতে পারি না, রাবীন্দ্রিক শব্দ, বা ব্রজবুলি শব্দ বা পদ।

হ্যাঁ, এবার পারবো, 0 boundary concept আমাদের সেই অনুমতি দেয়।

একঐ কবিতার মধ্যে কবিতার চাহিদা মেটাতে বিভিন্ন আঙ্গিক, শব্দ, ইজম ব্যবহারের স্বাধীনতা।

কিন্তু সেটা কখনই বকচ্ছপ গোছের কিছু নয়, 0 boundary concept এর দোহাই দিয়ে কোনও অকবিতা কবিতার দাবী করতে পারবে না।

0 boundary concept এর মূল বিচার্য্য বিষয় কবিতাটি রসসিদ্ধ কিনা, আর এঐ রসের প্রয়োজনে কবিকে একই কবিতার মধ্যে একাধিক আঙ্গিক, ভাষা, ইজম ব্যবহারের পূর্ণ স্বাধীনতা ও অনুমতি দেয় 0 boundary theory

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি