সূঁচের ক্ষত
সমুদ্র বন্দরে জাহাজের ভীড়ে
দিশাহীন ভাঙা মাস্তুলের গায়ে
খেলে যাওয়া চাঁদের হলুদ আলো
অলস মহানন্দার পাড়ে বসে
এখন একমনে ঢেউ গুনে চলেছে
আর মরে যাওয়া শিশুটির গায়ে
বসে যাওয়া সূঁচের
না মেলানো ক্ষতের দাগ
মনে মনে কামনা করেছে
বিকৃত আর পচে গলে যাওয়া মনে
বুড়োটার নৃশংস মুখের ছায়া
অন্ধকার মেখে বসে থাকে
নৈঋতে মানবাধিকার দরজায়
কারণ এখনো এ দেশের
কেউ কেউ ভাবেন
মরণ কেন কাম্য হবে তার
মোমবাতি মিছিল আর নয় বন্ধুরা
প্রতিবন্ধী কুটিল মনের আয়নায়
প্রতিবাদী মোমবাতি জ্বেলে
নিজেদের মুখগুলো
এখন আবার দেখা দরকার
Comments