পারফিউম ঘষা মানবতা

যতই তুমি ফেসবুকে লেখো
পেপারে-খবরে ক্যিউ দেখাও
বুদ্ধিজীবি কিনে আলোচনা বসাও
শহর জুড়ে মোমবাতি জ্বালাও

গভীরে বাসা বেঁধে আছে
যে ঘোরতর অসুখ
সেই একাকীত্ব অতৃপ্তির
চিকিৎসা আছে কী

আমরা তো সবাই একা

ভীষণ রকম একা

ফেসবুক স্ট্যাটাসেও কি
আদৌ তৃপ্ত হয়েছে মন

গভীর রাতে নিজের ছায়াকেও
আপন ভেবে জেগে উঠি যখন তখন

আর ভোর রাতের অসুখ
বুকে চেপে ঘুমাই নিভৃতে
সম্পর্কহীনদের সাথে ভার্চুয়ালে

কখনো কখনো চেতনা উজাড় করে
ভাষা ব্যথা বেদনা আনন্দ
অচেনা আবেগ দিই ঢেলে

অতীত বর্তমান আগামী
ভার্চুয়ালেই পরিবেশন করি

মনের অন্ধকার দেওয়াল জুড়ে
চুনকাম ওঠা স্যাঁতস্যাঁতে পোস্টার
ছাগল পাঁঠারা চিবিয়ে খায়

অন্ধকারও মিলিয়ে যাবে দল বেঁধে
ভোরের আলো আঁধারি সীমানায়

ফাঁসির দড়ি বন্দুকের গুলি
মোমবাতির আলো
সবকিছু শেষ হয়ে যাবে

পারফিউম ঘষা মানবতাও
হয়তো মিলিয়ে যাবে

শুধু জেগে থাকবে নির্ভয়ারা
অসহায় শিশুকন্যারা

লোহার রড আর গরম সূঁচের
রক্তঝরা সাঁঝবাতি আলোয়

@ রাজেন্দ্র / 22 । 07 । 2017

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি